টেকনো ক্যামন 20 বাংলাদেশে দাম 2023।Tecno Camon 20 Price in Bangladesh 2023.

  টেকনো ক্যামন 20  মোবাইল দাম কত বাংলাদেশে - মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।

এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো  টেকনো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন।  টেকনো  ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো  টেকনো ক্যামন 20। আপনাদের জানার সুবিধার্থে টেকনো ক্যামন 20  মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল । 

টেকনো ক্যামন 20


টেকনো ক্যামন 20   সম্পূর্ণ স্পেসিফিকেশন

প্রথম রিলিজ - 9 মে, 2023

রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হল প্রেডন ব্ল্যাক, গ্লেসিয়ার গ্লো, সেরেনিটি ব্লু

নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক।

সিম:  ডুয়েল ন্যানো সিম ।  

ডিসপ্লে:

 এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । টেকনো ক্যামন 20 এই মোবাইলটিতে ডিসপ্লে 6.67 ইঞ্চি ও ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (395 ppi)

ক্যামেরা:

এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই । টেকনো ক্যামন 20  মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল 64 + 2 মেগাপিক্সেল + QVGA ও ভিডিও রেকর্ডিং  সম্পূর্ণ HD (1080p), স্টেরিও সাউন্ড লাউডস্পিকার PDAF, f/1.7, 1/1.7″, 0.8µm, রিং-এলইডি ফ্ল্যাশ, গভীরতা এবং আরও অনেক কিছু

আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন 32 মেগাপিক্সেল  ও ভিডিও রেকর্ডিং HD(1080p) , ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, f/2.5, 1/2.8″, 0.8µm এবং mor

কর্মক্ষমতা: 

এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । টেকনো ক্যামন 20  মোবাইলটিতে প্রসেসর অক্টা-কোর, 2.0 GHz পর্যন্ত ও জিপিইউ Mali-G52 MC2। এই  মোবাইলটিতে চিপসেট রয়েছে MediaTek Helio G85 (12nm) এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (HiOS 13) 

স্টোরেজ:

টেকনো ক্যামন 20 মোবাইলটিতে 8 জিবি র‌্যাম ও 256(eMMC 5.1) জিবি রম ।

ব্যাটারি: 

টেকনো ক্যামন 20  মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০mAh  (অ অপসারণযোগ্য) ও 33W দ্রুত চার্জিং

টেকনো ক্যামন 20  মোবাইল দাম কত বাংলাদেশে  | Tecno Camon 20 Price in Bangladesh

বাংলাদেশে টেকনো ক্যামন 20   মোবাইল ফোনের অফিশিয়াল দাম  19,990 টাকা  (8+256) জিবি

টেকনো ক্যামন 20  এই মোবাইলের সাথে পাচ্ছেন 8 জিবি র‌্যাম এবং 256 জিবি রম। আপনাদের বাজেট যদি 20,000 বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি টেকনো ক্যামন 20 এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।

টেকনো ক্যামন 20 মোবাইলটির ভালো দিক

ভালো দিক

✔ অনন্য এবং আকর্ষণীয় ডিজাইন 

✔ 6.67″ FHD+ AMOLED ডিসপ্লে 

✔ 5000 mAh ব্যাটারি, 33W দ্রুত চার্জিং

✔ Helio G85 চিপসেট, 8 GB RAM এর সাথে চমৎকার পারফরম্যান্স

✔ 256 জিবি রম

✔ উন্নত অডিও গুণমান, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

✔ Android 13 


টেকনো ক্যামন 20  মোবাইলটির মন্দ দিক 

  ✘ কোন ডিসপ্লে সুরক্ষা নেই

 ✘ কোন 90Hz রিফ্রেশ রেট নেই

উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি টেকনো ক্যামন 20   এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি টেকনো ক্যামন 20  এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে । 

তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম  দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url