আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম ২০২৩। iPhone 15 Pro Max Price 2023.

আসসালামু আলাইকুম।

আজকে আমি আপনাদের সামনে হাজির  হলাম সব থেকে হাই এবং স্মার্টফোন আইফোন ১৫ প্রো ম্যাক্স এর দাম  নিয়ে । আপনারা যারা আইফোন ১৫ প্রো ম্যাক্স এর দাম জানতে চান আজকের পোস্টটি আপনাদের জন্য।


আইফোন ১৫ প্রো ম্যাক্স


 আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল দাম কত - মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।

এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো আইফোন ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। আইফোন  ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো  আইফোন ১৫ প্রো ম্যাক্স । আপনাদের জানার সুবিধার্থে আইফোন ১৫ প্রো ম্যাক্স  মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল । 


আইফোন ১৫ প্রো ম্যাক্স

আইফোন ১৫ প্রো ম্যাক্স  সম্পূর্ণ স্পেসিফিকেশন

মডেলঃA3106 (আন্তর্জাতিক); A2849 (মার্কিন যুক্তরাষ্ট্র); A3105 (কানাডা, জাপান); A3108 (চীন, হংকং)

প্রথম রিলিজ ঃ 22 সেপ্টেম্বর, 2023

রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হল কালো টাইটানিয়াম, প্রাকৃতিক টাইটানিয়াম, সাদা টাইটানিয়াম, নীল টাইটানিয়াম

সংযোগঃ

নেটওয়ার্কঃ 2G, 3G, 4G, 5G

সিমঃ ডুয়াল সিম (ন্যানো-সিম এবং ইসিম)

WLANঃ ডুয়াল-ব্যান্ড, ওয়াই-ফাই হটস্পট

ব্লুটুথঃ v5.3, A2DP, LE

বডি ডিজাইনঃআপনারা আইফোন ১৫ প্রো ম্যাক্স এর যে ডিজাইন গুলো পাবেন তা হল টাইটানিয়াম এবং ডায়নামিক দ্বীপ উপাদান কর্নিং-তৈরি গ্লাস সামনে এবং পিছনে, গ্রেড 5 টাইটানিয়াম ফ্রেমজল প্রতিরোধী - IP68 ধুলো/ জল প্রতিরোধী (30 মিনিটের জন্য 6m পর্যন্ত) মাত্রা-159.9 x 76.7 x 8.3 মিলিমিটার

ওজনঃ 221 গ্রাম

আইফোন ১৫ প্রো ম্যাক্স

ডিসপ্লে:

 এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । আইফোন ১৫প্রো ম্যাক্স এই মোবাইলটিতে ডিসপ্লে  আকার - 6.7 ইঞ্চি রেজোলিউশন- 1290 x 2796 পিক্সেল (460 ppi) প্রযুক্তি- LTPO সুপার রেটিনা XDR OLED টাচস্ক্রিন সুরক্ষা- সিরামিক শিল্ড গ্লাস বৈশিষ্ট্য- 120Hz, HDR10, Dolby Vision, সর্বদা-অন ডিসপ্লে, 2000 nits সর্বোচ্চ। উজ্জ্বলতা

ক্যামেরা:

এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই । আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে রেজোলিউশন- কোয়াড 48+12+12 মেগাপিক্সেল + TOF 3D LiDAR স্ক্যানার বৈশিষ্ট্য- ডুয়াল পিক্সেল পিডিএএফ, সেন্সর-শিফ্ট ওআইএস, আল্ট্রাওয়াইড, পেরিস্কোপ টেলিফটো, 5x অপটিক্যাল জুম, গভীরতা এবং আরও অনেক কিছু ভিডিও রেকর্ডিং- 4K (2160p), Dolby Vision HDR, 10-bit HDR, স্টেরিও সাউন্ড rec., সিনেমাটিক মোড, ProRes, 3D (স্থানিক) ভিডিও

আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন রেজোলিউশন- ডুয়াল 12 মেগাপিক্সেল + SL 3D বৈশিষ্ট্য- F/1.9 অ্যাপারচার, PDAF, HDR, OIS, 1/3.6″, গভীরতা/বায়োমেট্রিক্স সেন্সর ভিডিও রেকর্ডিং- 4K (2160p@60fps সর্বোচ্চ), gyro-EIS, 4K@30fps সিনেমাটিক মোড, HDR

কর্মক্ষমতা: 

এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইলটিতে অপারেটিং সিস্টেম- iOS 17 চিপসেট- Apple A17 Pro (3 nm) RAM- 8 GB প্রসেসর- হেক্সা-কোর, 3.78 GHz পর্যন্ত GPU- Apple GPU (6-কোর গ্রাফিক্স)

স্টোরেজ:

আইফোন ১৫ প্রো ম্যাক্স  মোবাইলটিতে  8 জিবি র‌্যাম ও 256 / 512 GB / 1 TB (NVMe) জিবি রম ।

ব্যাটারি: 

আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইলটিতে ব্যাটারি আছে ধরন এবং ক্ষমতা- লিথিয়াম-আয়ন 4422 mAh (অ অপসারণযোগ্য) দ্রুত চার্জিং- তারযুক্ত, 50% 30 মিনিটে, ওয়্যারলেস চার্জিং- দ্রুত ওয়্যারলেস চার্জিং (15W MagSafe, 7.5W Qi চৌম্বকীয়)

অন্যান্য-

সেন্সর ফেস আইডি, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, ই-কম্পাস, ব্যারোমিটার অন্যান্য বৈশিষ্ট্য- অ্যাকশন বোতাম  অ্যাপল পে (ভিসা, মাস্টারকার্ড, AMEX প্রত্যয়িত) সিরি আল্ট্রা ওয়াইডব্যান্ড (UWB) সমর্থন স্যাটেলাইটের মাধ্যমে জরুরি SOS (এসএমএস পাঠানো/গ্রহণ করা) অ্যাপল দ্বারা নির্মিত বিভিন্ন তৈরি।

আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম ২০২৩। |  iPhone 15 Pro Max Price 2023. 

আইফোন ১৫ প্রো ম্যাক্স  মোবাইল ফোনের

অনানুষ্ঠানিক দাম- 192,000  256 জিবি।

 দোকানে দাম ভিন্ন হতে পারে।

আন্তর্জাতিক দাম- 132,000 256 GB USA

দাম  160,00 256 জিবি সিঙ্গাপুর।

দাম 170,00 256 জিবি ইউরোপ।

প্রায়. রিলিজ মূল্য BDT

আইফোন ১৫  প্রো ম্যাক্স এই মোবাইলের সাথে পাচ্ছেন 8 জিবি র‌্যাম এবং 256 / 512 GB / 1 TB (NVMe) জিবি রম। আপনাদের বাজেট যদি.২,০০,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।

আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইলটির ভালো দিক হল

ভালো দিক

১। সলিড বিল্ড, সুরক্ষা, জলরোধী, টাইটানিয়াম ফ্রেম

২।সিনেমাটিক-স্তরের সামনে এবং পিছনের ক্যামেরার গুণমান 

৩। টপ-গ্রেড ডিসপ্লে কোয়ালিটি 

৪। শিল্পের শীর্ষস্থানীয় 3 nm Apple A17 Pro চিপসেট

৫। পরবর্তী স্তরের গেমিং অভিজ্ঞতা

৬। উন্নত ব্যাটারি এবং চার্জিং

৭ স্যাটেলাইটের মাধ্যমে জরুরী SOS

৮।অ্যাপল অপ্টিমাইজ করা হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার

আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইলটির মন্দ দিক হল

 ১। কোন 3.5 মিমি জ্যাক

২। কোন মাইক্রোএসডি স্লট নেই।

৩। কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর  নেই।

৪। কোন FM রেডিও নেই।

উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আইফোন ১৫ প্রো ম্যাক্স এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে । 

তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম  দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে। 

ধন্যবাদ সবাইকে।

Post a Comment (0)
Previous Post Next Post