বাংলাদেশে Oppo A78 মোবাইলের দাম 2023 | Oppo A78 Mobile Price in Bangladesh 2023
Oppo A78মোবাইল দাম কত বাংলাদেশে - মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।
এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো Oppo ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। Oppo ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো Oppo A78 । আপনাদের জানার সুবিধার্থে Oppo A78 মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল ।
Oppo A78 সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ -
July 10, 2023 রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হল মিস্ট ব্ল্যাক, অ্যাকোয়া গ্রিন |
নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক ।
সিম: ডুয়েল ন্যানো সিম ।
ডিসপ্লে;
এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । Oppo A78 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬. ৪৩ইঞ্চি ও ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (409 ppi)
ক্যামেরা:
এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই। Oppo A78 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ডুয়াল ৫০+২ মেগাপিক্সেলও PDAF, LED ফ্ল্যাশ, গভীরতা, f/1.8, HDR এবং আরও অনেক কিছু ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ ফুল HD (1080p), EIS (720p),লাউডস্পিকার (স্টিরিও স্পিকার)
আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন ৮ মেগাপিক্সেল ও F/2.0 অ্যাপারচার এবং আরও অনেক কিছু ভিডিও রেকর্ডিং HD(1080p) ডুয়াল ভিডিও কল।
কর্মক্ষমতা:
এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । Oppo A78 মোবাইলটিতে প্রসেসর অক্টা-কোর ২.৪ GHz পর্যন্ত ও জিপিইউ অ্যাড্রেনো 610 এই মোবাইলটিতে চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 680 4G (6 nm) এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (ColorOS 13.1)
স্টোরেজ:
Oppo A78মোবাইলটিতে ৮ জিবি র্যাম২৫৬ জিবি রম ।
ব্যাটারি:
Oppo A78 মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০mAh (অ অপসারণযোগ্য) ও 67W দ্রুত চার্জিং (45 মিনিটে 0-100%)
বাংলাদেশে Oppo A78 মোবাইলের দাম 2023 : Oppo A78 Mobile Price in Bangladesh 2023
বাংলাদেশে Oppo A78 মোবাইল ফোনের অফিশিয়াল দাম
২৭,৯৯০ টাকা (৮+২৫৬) জিবি ।
Oppo A78 এই মোবাইলের সাথে পাচ্ছেন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। আপনাদের বাজেট যদি ২৭,০০০ এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি Oppo A78এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে Oppo A78মোবাইল ফোনটি নিতে পারেন।
Oppo A78মোবাইলটির ভালো দিক
✔ সূক্ষ্ম নকশা ✘ নিম্ন 430 নিট উজ্জ্বলতা প্রদর্শন করে
✔ 6.43″ 90Hz ফুল HD+ AMOLED ডিসপ্লে ✘ চিপসেট দ্রুত হতে পারে
✔ গরিলা গ্লাস 5 স্ক্রিন সুরক্ষা ✘ দাম কম হতে পারে
✔ IP54 প্রত্যয়িত ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী বডি
✔ শালীন ক্যামেরা
✔ 5000 mAh ব্যাটারি, 67W দ্রুত চার্জিং
✔ 8 GB RAM, 256 GB রম
✔ Android 1
Oppo A78 মোবাইলটির মন্দ দিক
✘ নিম্ন 430 নিট উজ্জ্বলতা প্রদর্শন করে
✘ চিপসেট দ্রুত হতে পারে
✘ দাম কম হতে পারে
উপরে আমি আপনার সাথে শেয়ার করেছি Oppo A78 এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি Oppo A78 এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে ।
তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে।