রিয়েলমি সি ৫১ দাম ২০২৩। Realme C51 Price 2023.


আসসালামু আলাইকুম,

 আশা করি সবাই ভাল আছেন।আপনারা যারা রিয়েলমি সি ৫১  এর দাম জানতে চান আজকের পোস্টটি আপনাদের জন্য। আপনারা পুরো পোস্টটি পরলে বুজতে পারবেন।

রিয়েলমি সি ৫১



  রিয়েলমি সি ৫১ মোবাইল দাম- মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।

এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। রিয়েলমি ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো রিয়েলমি সি ৫১  আপনাদের জানার সুবিধার্থে রিয়েলমি সি ৫১ মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল । 



রিয়েলমি সি ৫১  সম্পূর্ণ স্পেসিফিকেশন

প্রথম রিলিজ - আগস্ট, 2023

রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হল মিন্ট গ্রিন, কার্বন ব্ল্যাক

নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

সিম: ডুয়েল ন্যানো সিম । 

বডি ডিজাইনঃ

শৈলী- ন্যূনতম খাঁজ

উপাদান - গ্লাস সামনে, প্লাস্টিকের শরীর

জল প্রতিরোধ ✖

মাত্রা- 167.2 x 76.7 x 8 মিলিমিটার

ওজন - 186 গ্রাম

রিয়েলমি সি ৫১

ডিসপ্লে:

 এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । রিয়েলমি সি ৫১  এই মোবাইলটিতে ডিসপ্লে আকার- 6.74 ইঞ্চি

রেজোলিউশন- HD+ 720 x 1600 পিক্সেল (260 ppi)

প্রযুক্তি- আইপিএস এলসিডি টাচস্ক্রিন

বৈশিষ্ট্য- 90Hz রিফ্রেশ রেট, 560 nits সর্বোচ্চ উজ্জ্বলতা

ক্যামেরা:

এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই ।রিয়েলমি সি ৫১ মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে রেজোলিউশন- ডুয়াল 50+0.3 মেগাপিক্সেল বৈশিষ্ট্য- PDAF, LED ফ্ল্যাশ, f/1.7, গভীরতা, HDR এবং আরও অনেক কিছু ভিডিও রেকর্ডিং- ফুল এইচডি (1080p)

আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন রেজোলিউশন- 5 মেগাপিক্সেল

বৈশিষ্ট্য- F/2.2 অ্যাপারচার, HDR এবং আরও অনেক কিছু

ভিডিও রেকর্ডিং- HD (720p)

কর্মক্ষমতা: 

এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । রিয়েলমি সি ৫১ মোবাইলটিতে অপারেটিং সিস্টেম- Android 13 (Realme UI T)

চিপসেট- Unisoc Tiger T612 (12 nm)

র‍্যাম- 4 জিবি

প্রসেসর- অক্টা কোর, 1.8 GHz পর্যন্ত

GPU- Mali-G57 

স্টোরেজ:

রিয়েলমি সি ৫১ মোবাইলটিতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ /১২৮  জিবি রম ।

ব্যাটারি

রিয়েলমি সি ৫১ মোবাইলটিতে ব্যাটারি আছে ধরন এবং ক্ষমতা- লিথিয়াম-পলিমার 5000 mAh (অ অপসারণযোগ্য)

দ্রুত চার্জিং- 33W দ্রুত চার্জিং (28 মিনিটে 0-50%)

অন্যান্যঃ

সেন্সর ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস

Realme দ্বারা নির্মিত

বাংলাদেশে তৈরি

রিয়েলমি সি ৫১ মোবাইল দাম। Realme C51 Price 2023. 

বাংলাদেশে রিয়েলমি সি ৫১ মোবাইল ফোনের দাম।

অফিশিয়াল দাম  ১৫,৯৯৯ টাকা  (৪+১২৮) জিবি

রিয়েলমি সি ৫১ এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। আপনাদের বাজেট যদি ১৬০০০ বা এর  বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি রিয়েলমি সি ৫১ এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।

রিয়েলমি সি ৫১ মোবাইলটির ভালো দিক

ভালো দিক

✔ পর্যাপ্ত ন্যূনতম নকশা

✔ 6.74 ইঞ্চি বড় 90Hz ডিসপ্লে 

✔ শালীন কর্মক্ষমতা 

✔ ফাইন ব্যাক ক্যামেরা

✔ 5000 mAh ব্যাটারি, 33W দ্রুত চার্জিং

✔ Android 13

রিয়েলমি সি ৫১ মোবাইলটির মন্দ দিক 

✘ কোন প্রদর্শন সুরক্ষা নেই

✘ নিম্ন মানের সামনের ক্যামেরা

 ✘ অতিরিক্ত মূল্য

উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি রিয়েলমি সি ৫১ এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি রিয়েলমি সি ৫১এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে । 

তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম  দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে। 

Post a Comment (0)
Previous Post Next Post