আইটেল S23+দাম ২০২৩। Itel S23+ Price 2023.

আসসালামু আলাইকুম,

 ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হোলো 32 MP সেলফি ক্যামেরা 16 GB রেম ক্ষমতাসম্পন্ন,3D CURVED স্কিন কম দামি স্মার্টফোন।  

আইটেল S23+



  আইটেল S23+ মোবাইল দাম 2023- মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।

এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো আইটেল  ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। আইটেল ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো আইটেল S23+ আপনাদের জানার সুবিধার্থে আইটেল S23+ মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল । 


আইটেল S23+

আইটেল S23+  সম্পূর্ণ স্পেসিফিকেশন

প্রথম রিলিজ - 19 সেপ্টেম্বর, 2023

বডি ডিজাইন -

মাত্রা (HxWxT)-7.9 মিমি পুরুত্ব

উপাদান-গ্লাস ফ্রন্ট নির্মাণ

রঙ-নীল এবং সায়ান

ওজন - 178 গ্রাম (6.28 oz)

নেটওয়ার্ক: 

2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

 সিম  ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)

ডিসপ্লেঃ

 এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । আইটেল S23+  এই মোবাইলটিতে ।

ডিসপ্লে  আকার-6.78 ইঞ্চি, 111.0 cm2

টাইপ-AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M রঙ

বেজেল-লেস ডিসপ্লে-পাঞ্চ হোল ডিসপ্লে

রেজোলিউশন-1080 x 2400 পিক্সেল

পিক্সেল ঘনত্ব-388 পিপিআই ঘনত্ব

আকৃতির অনুপাত-20:9 অনুপাত

মাল্টিটাচ- হ্যাঁ

সুরক্ষা-কর্নিং গরিলা গ্লাস 5

আরও- সর্বদা-অন ডিসপ্লে

  500 নিট (পিক) উজ্জ্বলতা

আইটেল S23+
ক্যামেরা:

এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই । আইটেল S23+ মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে।

ক্যামেরা 50 এমপি, f/1.6, (প্রশস্ত), AF0.08 এমপি

রেজোলিউশন এবং সেন্সর-8150 x 6150 পিক্সেল

বৈশিষ্ট্য- অটোফোকাস, ক্রমাগত শুটিং, ডিজিটাল জুম, জিওট্যাগিং, প্যানোরামা, এইচডিআর, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, হোয়াইট ব্যালেন্স সেটিংস, এলইডি ফ্ল্যাশ, 4x জুম, এআর ইমোজি, কম আলো

ভিডিও-1080p@30fps, 720p@30fps

আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন।

ক্যামেরা-32 এমপি, প্রাথমিক ক্যামেরা

রেজোলিউশন এবং সেন্সর-6500 x 4920 পিক্সেল

বৈশিষ্ট্য-এআই সেলফি

ভিডিও-1080p@30fps

কর্মক্ষমতা: 

এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । আইটেল S23+ মোবাইলটিতে 

ওএস-অ্যান্ড্রয়েড 13

কাস্টম- UI-itel OS 13

চিপসেট-স্প্রেডট্রাম ইউনিসক টাইগার T616 (12 এনএম)

সিপিউ-অক্টা-কোর (2x2.0 GHz কর্টেক্স-A75 এবং 6x1.8 GHz কর্টেক্স-A55

জিপিউ -মালি-জি৫৭ এমপি১

64 বিট

স্টোরেজ:

আইটেল S23+  মোবাইলটিতে রাম -4 জিবি/8 জিবি

রম/অভ্যন্তরীণ-128GB/256GB

ভেরিয়েন্ট- 4GB/128GB এবং 8GB/256GB

UFS 2.0-বহিরাগত কার্ড স্লট

অনির্দিষ্

সাউন্ড-

সতর্কের ধরন-কম্পন, MP3, WAV রিংটোন

3.5 মিমি অডিও জ্যাক-হ্যাঁ

লাউডস্পিকার- হ্যাঁ

ব্যাটারি: 

আইটেল S23+ মোবাইলটিতে ব্যাটারি আছে ব্যাটারির ধরন-অ-অপসারণযোগ্য লি-পলিমার

ব্যাটারির ক্ষমতা- 5000 mAh ব্যাটারি

চার্জিং টাইম- 18W দ্রুত চার্জিং সহ 2 ঘন্টা পর্যন্ত

অন্যান্য -

অতিরিক্ত সুবিধাগুলি-

এসএমএস(থ্রেডেড ভিউ), এমএমএস, ইমেল, পুশ ইমেল, IM XviD/MP4/H.265 প্লেয়ার

  MP3/WAV/eAAC+/Flac প্লেয়ার

  ছবি/ভিডিও সম্পাদক

  ডকুমেন্ট ভিউয়ার

আইটেল S23+দাম ২০২৩।  Itel S23+ Price 2023. 

বাংলাদেশে আইটেল S23+ মোবাইল ফোনের,

 প্রত্যাশিত দাম ১৩,৯৯৯টাকা  (৪/৮+১২৮) জিবি ।

আইটেল S23+ এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। আপনাদের বাজেট যদি ১৪,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি আইটেল S23+ এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।

আইটেল S23+ মোবাইলটির ভালো দিক.

১।6.78 ইঞ্চি FHD AMOLED ডিসপ্লে,

২।50MP প্রধান ক্যামেরা।

৩।ভালো র‍্যাম ম্যানেজমেন্ট.,

৪।ডিসপ্লের অধীনে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা

৫।ভাল মূল্য পরিসীমা।

আইটেল S23+  মোবাইলটির মন্দ দিক 

১। পারফরম্যান্স আরও ভাল হতে পারে.

২।উজ্জ্বলতা বেশি হতে পারে

উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আইটেল S23+  এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি আইটেল S23+ এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে । 

তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম  দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে। 

ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post