বাংলাদেশে Vivo Y02T মূল্য 2023 | Vivo Y02T Price in Bangladesh 2023
Vivo Y02T মোবাইল দাম কত বাংলাদেশে - মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।
এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো Vivo ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। Vivo ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো Vivo Y02T আপনাদের জানার সুবিধার্থে Vivo Y02T মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল ।
Vivo Y02T সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ - ২২ জুলাই, ২০২৩
রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হলঅর্কিড ব্লু, কসমিক গ্রে, সানসেট গোল্ড
নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক ।
সিম: ডুয়াল ন্যানো সিম ।
অজনঃ১৮৬গ্রাম
ডিসপ্লে:
এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । Vivo Y02Tএই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৫১ ইঞ্চি ও ফুল HD+ 720 x 1600 পিক্সেল (270 ppi)
ক্যামেরা:
এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই । মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ৮ মেগাপিক্সেল ও অটোফোকাস, LED ফ্ল্যাশ, f/2.0 এবং আরও অনেক কিছু ভিডিও রেকর্ডিংসম্পূর্ণ HD(1080p) এবং লাউডস্পিকার।
আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন ৫ মেগাপিক্সেল ও F/2.2 অ্যাপারচার
কর্মক্ষমতা:
এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । Vivo Y02T মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, ২,৩৫GHz পর্যন্ত ও জিপিইউ পাওয়ারভিআর GE8320 এই মোবাইলটিতে চিপসেট রয়েছে MediaTek Helio P35 (12 nm)এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (Funtouch 13)
স্টোরেজ:
Vivo Y02T মোবাইলটিতে ৪ জিবি র্যাম ও64 (eMMC 5.1) জিবি রম ।
ব্যাটারি:
Vivo Y02T মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০mAh (অ অপসারণযোগ্য) ও ✅ 10W দ্রুত চার্জিং
বাংলাদেশে Vivo Y02T মূল্য 2023;Vivo Y02T Price in Bangladesh 2023
বাংলাদেশে Vivo Y02T মোবাইল ফোনের অফিশিয়াল দাম ১২,৯৯৯টাকা (৪+৬৪) জিবি ।
Vivo Y02T এই মোবাইলের সাথে পাচ্ছেন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। আপনাদের বাজেট যদি ১২,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি Vivo Y02Tএই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।
Vivo Y02Tমোবাইলটির ভালো দিক
ভালো দিক
✔ চমৎকার ডিজাইন
✔ 5000 mAh বড় ব্যাটারি
✔ বড় 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে
✔ Android 13
Vivo Y02T মোবাইলটির মন্দ দিক
✘ কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
✘ কম পারফরম্যান্স চিপসেট
✘ ক্যামেরা আরও ভালো হতে পারে
✘ অতিরিক্ত দাম
উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি Vivo Y02T এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি Vivo Y02T এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে ।
তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দা দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে।