শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি এর দাম ২০২৫ | Xiaomi Redmi Note 12 Pro 5G Price in Bangladesh 2025

২০২৫ সালে শাওমি রেডমি নোট ১২ প্রো ৫জি এর দাম:মোবাইল ফোনের দাম প্রায়ই কমে বাড়ে। তাই এখন মানুষ দোকানে জিজ্ঞাসা না করে প্রথমে গুগল বা ইউটিউবে দাম দেখে নেয়। এটা ভালো, কারণ ফোন কেনার আগে দাম সম্পর্কে ধারণা থাকলে সুবিধা হয়।


আজকে আমি শাওমি রেডমি ব্র্যান্ডের একটি ফোন নিয়ে কথা বলব। বাংলাদেশে শাওমি রেডমি ফোন অনেক জনপ্রিয়। আমি যে ফোনটি নিয়ে আলোচনা করব, সেটি হলো শাওমি রেডমি নোট ১২ প্রো ৫জি। এই ফোনটির অফিসিয়াল দাম নিচে দেওয়া হলো।


শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি এর দাম ২০২৫ | Xiaomi Redmi Note 12 Pro 5G Price in Bangladesh



শাওমি রেডমি নোট ১২প্রো৫জি সম্পূর্ণ স্পেসিফিকেশন

প্রথম রিলিজ - নভেম্বার ১, ২০২২

রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হল ফ্রস্টেড ব্লু (স্কাই ব্লু), অনিক্স ব্ল্যাক (মিডনাইট ব্ল্যাক), পোলার হোয়াইট, স্টারডাস্ট বেগুনি

নেটওয়ার্ক:২জি,৩জি,৪জি,৫জি নেটওয়ার্ক  ।

সিম:  ডুয়েল ন্যানো সিম ।  

ডিসপ্লে:

 এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি ।শাওমি রেডমি নোট ১২প্রো৫জি  এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি ও ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (395 ppi)

ক্যামেরা:

এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই ।শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল ৫০+৮+২ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ4K (2160p@30fps)PDAF, স্টেরিও সাউন্ড লাউডস্পিকার (স্টিরিও স্পিকার), 24-বিট/192kHz অডিও

আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন ১৬ মেগাপিক্সেল  ও সম্পূর্ণ HD (1080p@30/60fps)

কর্মক্ষমতা: 

এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক ।শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি মোবাইলটিতে প্রসেসর অক্টা-কোর,  2.6 GHz পর্যন্ত ও জিপিইউ Mali-G68 MC4। এই  মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 (6 এনএম) এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 12 (MIUI 13)

স্টোরেজ:

শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি মোবাইলটিতে ৬,৮,১২ জিবি ১২৮/ ২৫৬জিবি (উ ফ স ২,২)রোম

ব্যাটারি:  মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০mAh  (অ অপসারণযোগ্য) 

 ✅ 67W দ্রুত চার্জিং (15 মিনিটে 0-50%, 46 মিনিটে 100%)

শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি এর দাম ২০২৫ | Xiaomi Redmi Note 12 Pro 5G Price 2025

বাংলাদেশে শাওমি রেডমি নোট ১২ প্রো ৫জি এর অফিসিয়াল দাম:


  • 8/256 জিবি (অফিসিয়াল): ৩৭,৯৯৯ টাকা
  • 8/256 জিবি (আনঅফিসিয়াল): ৩২,৪৯৯ টাকা


এই ফোনটিতে ৬, ৮ ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম (ইউএফএস ২.২) পাওয়া যায়। আপনার বাজেট যদি ৩০,০০০ টাকার বেশি হয়, তাহলে এই ফোনটি কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী দাম মিললে আপনি শাওমি রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনটি নিতে পারেন।

শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি মোবাইলটির ভালো দিক

✔ চমৎকার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি 

✔ ফুল HD+ 120Hz HDR+ OLED ডিসপ্লে, ডলবি ভিশন

✔ চমৎকার মানের ক্যামেরা

✔ 5000 mAh বড় ব্যাটারি, 67W দ্রুত চার্জিং

✔ ডাইমেনসিটি 1080 চিপসেটের সাথে চমৎকার পারফরম্যান্স

✔ 5G সমর্থন

✔ মসৃণ এবং অপ্টিমাইজ করা Xiaomi UI


শাওমি রেডমি নোট ১২প্রো ৫জি মোবাইলটির মন্দ দিক 

✘ কোন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই

 ✘ কোন Android 13 নেই

 ✘ কোন মাইক্রোএসডি স্লট নেই

 ✘ কোন FM রেডিও নেই

আমি উপরে শাওমি রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনটি নিয়ে কিছু তথ্য আর দামের কথা বলেছি। যদি আপনি এই ফোনটি কিনতে চান, তাহলে নিতে পারেন। তবে আমাদের ওয়েবসাইটে দাম সব সময় সঠিক নাও থাকতে পারে।


তাই ফোন কেনার আগে চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাম দেখে নিতে। অনেক সময় দেখা যায়, ওয়েবসাইটে দাম একরকম, আর দোকানে অন্যরকম। তখন আপনি দ্বিধায় পড়ে যেতে পারেন। তাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাম দেখে নিলে আপনার ফোন কিনতে সুবিধা হবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url