xiaomi redmi ১২ দাম ২০২৩ | Xiaomi Redmi 12 Price 2023

xiaomi redmi ১২ দাম ২০২৩- মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।

এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো Xiaomi Redmi ১২ব্র্যান্ডের একটি মোবাইল ফোন।Xiaomi Redmi ১২ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো Xiaomi Redmi ১২  আপনাদের জানার সুবিধার্থে Xiaomi Redmi ১২মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল । 

শাওমি রেডমি 12



Xiaomi Redmi 12 Full Specifications

প্রথম রিলিজ -June 15, 2023

রং: xiaomi redmi ১২ ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হলমিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, পোলার সিলভার, মুনস্টোনে সিলভার

নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

সিম: হাইব্রিড ডুয়েল ন্যানো সিম ।  

ডিসপ্লে:

 এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি ।xiaomi redmi ১২  এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চিও ফুল HD+ 1080 x 2460 পিক্সেল (396 ppi)

ক্যামেরা:

এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই । xiaomi redmi ১২মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল ৫০+৮+২ মেগাপিক্সেলও ভিডিও রেকর্ডিং  সম্পূর্ণ HD (1080p), বৈশিষ্ট্যগুলি পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এফ/1.8, আল্ট্রাওয়াইড, ম্যাক্রো, এইচডিআর এবং আরও অনেক কিছু

আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন ৮ মেগাপিক্সেল ও সম্পূর্ণ HD (1080p)

কর্মক্ষমতা: 

এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । xiaomi redmi ১২  মোবাইলটিতে অক্টা কোর, 2.0 GHz পর্যন্ত ও জিপি ইউ Mali-G52 MC2। এই  মোবাইলটিতে চিপসেট রয়েছে MediaTek Helio G88 (12 nm) এবং অপারেটিং সিস্টেম রয়েছে Android 13 (MIUI 14)স্টোরেজ:

ব্যাটারি: 

xiaomi redmi ১২ মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০mAh  (অ অপসারণযোগ্য) ও ১৮W দ্রুত চার্জিং (১ ঘন্টা ৪৫ মিনিটে 0-100%) । 

xiaomi redmi ১২ দাম ২০২৩:Xiaomi Redmi 12 Price 2023:

বাংলাদেশে xiaomi redmi ১২ মোবাইল ফোনের অফিশিয়াল দাম 

৳১৬,৪৯৯ ৪/১২৮ জিবি
৳১৭,৪৯৯ ৬/১২৮ জিবি
৳১৮,৯৯৯ ৮/২৫৬ জিবি

xiaomi redmi ১২  এই মোবাইলের সাথে পাচ্ছেন  ৪ '৬ '৮ জিবি র‌্যাম এবং১২৮ / ২৫৬ জিবি রম। আপনাদের বাজেট যদি ১৬,০০০ থিকে ২০,০০০ হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতেপারেন। আপনার বাজেট অনুযায়ী যদি xiaomi redmi ১২ এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।

xiaomi redmi ১২ মোবাইলটির ভালো দিক

✔ চমৎকার ডিজাইন, গ্লাস ব্যাক, স্প্ল্যাশ-প্রতিরোধী।

✔ 6.79″ বড় ফুল HD+ 90Hz স্ক্রীন।

✔ সূক্ষ্ম ক্যামেরা।

✔ 5000 mAh ব্যাটারি, 18W দ্রুত চার্জিং

✔ Helio G88 চিপসেটের সাথে দুর্দান্ত পারফরম্যান্স

✔ Android 13

xiaomi redmi ১২  মোবাইলটির মন্দ দিক 

✘ কোন প্রদর্শন সুরক্ষা নেই

✘ কোন ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট নেই


উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছিxiaomi redmi ১২ এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি xiaomi redmi ১২এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে । 

তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার  বলতেছে ভিন্নদাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম  দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url