স্যামসাং গ্যালাক্সি Z Fold5 এর দাম ২০২৩।Samsung Galaxy Z Fold5 Price 2023.
আসসালামু আলাইকুম।
যারা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর দাম জানতে চান বর্তমান আর্টিকেলটি তাদের জন্য। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর দাম।
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলের দাম :মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।
এখন আমি আপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ফোন।স্যামসাং ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো স্যামসাং গ্যালাক্সি Z Fold5 । আপনাদের জানার সুবিধার্থে স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল ।
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ :11 আগস্ট, 2023
রং: এই মোবাইল ফোনটির রং এর ব্যাপারে যদি আপনি আসতে চান সে ক্ষেত্রে যেই সমস্ত কালার আপনি পাবেন তা হল বরফের নীল, ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, ধূসর, নীল
নেটওয়ার্ক: 2G, 3G, 4G,5G নেটওয়ার্ক ।
সিম: ডুয়াল ন্যানো-সিম, ইলেকট্রনিক সিম কার্ড (eSIM)
বডি ডিজাইন : অনুভূমিক ভাঁজযোগ্য স্মার্টফোন গরিলা গ্লাস ভিকটাস 2 সামনে (ভাঁজ), প্লাস্টিক সামনে (উন্মুক্ত), গরিলা গ্লাস ভিকটাস 2 পিছনে, অ্যালুমিনিয়াম ফ্রেমজল প্রতিরোধী IPX8 জল প্রতিরোধী (30 মিনিটের জন্য 1.5 মি পর্যন্ত)মাত্রা 154.9 x 129.9 x 6.1 মিলিমিটার (উন্মুক্ত করা)154.9 x 67.1 x 13.4 মিলিমিটার (ভাঁজ করা)
ওজন :253 গ্রাম
ডিসপ্লে:
এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি । স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটিতে ডিসপ্লে 7.6 ইঞ্চি ফুল HD+ 1812 x 2176 পিক্সেল (373 ppi) ফোল্ডেবল ডায়নামিক অ্যামোলেড 2এক্স টাচস্ক্রিন কর্নিং গরিলা গ্লাস ভিকটাস (ভাঁজ করা হলে, খোলা প্রদর্শনের জন্য কোনও সুরক্ষা নেই) 120Hz রিফ্রেশ রেট, HDR10+, 1200 nits (পিক), স্টাইলাস সমর্থন
কভার ডিসপ্লে: 6.2″ ডাইনামিক AMOLED 2X, 904 x 2316 পিক্সেল, গরিলা গ্লাস ভিকটাস 2, 120Hz
ক্যামেরা:
এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই ।স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল 50+10+12 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল PDAF, OIS, টেলিফটো, আল্ট্রাওয়াইড, 3x অপটিক্যাল জুম, LED ফ্ল্যাশ এবং আরও অনেক কিছু ভিডিও রেকর্ডিং: 8K (2160p), gyro-EIS (1080p), HDR10+
আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন।
4 মেগাপিক্সেল
f/1.8, 2.0µm, ডিসপ্লের অধীনে এবং আরও অনেক কিছু
ভিডিও রেকর্ডিং আল্ট্রা এইচডি 4K (2160p), gyro-EIS
কভার ক্যামেরা 10 মেগাপিক্সেল, f/2.2, 1/3″, 1.22µm
কর্মক্ষমতা:
এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক । স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13 (এক UI 5.1.1) চিপসেট Qualcomm Snapdragon 8 Gen 2 (4 nm) র্যাম 12 জিবি প্রসেসর অক্টা কোর, 3.36 GHz পর্যন্ত জিপিউ অ্যাড্রেনো 740
স্টোরেজ:
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটিতে 12 জিবি র্যাম ও 256 / 512 GB / 1 TB (UFS 4.0)জিবি রম ।
ব্যাটারি:
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার 4400 mAh (অ অপসারণযোগ্য)
দ্রুত চার্জিং 25W দ্রুত চার্জিং (30 মিনিটে 50%) ওয়্যারলেস চার্জিং 15W দ্রুত বেতার চার্জিং
রিভার্স চার্জিং 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং
শব্দ: লাউডস্পিকার (স্টিরিও স্পিকার), AKG টিউন করা, 32-বিট/384kHz অডিও
অন্যান্য: আঙুলের ছাপ, অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটারআরও বিক্সবি স্যামসাং ডিএক্স স্যামসাং পে (ভিসা, মাস্টারকার্ড প্রত্যয়িত) আল্ট্রা ওয়াইডব্যান্ড (UWB) সমর্থন স্যামসাং দ্বারা নির্মিত
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইল দাম কত বাংলাদেশে |
Samsung Galaxy Z Fold5 Price in Bangladesh
বাংলাদেশে সামসাঙ্গ গ্যালাক্সি Z Fold5 মোবাইল ফোনের
অফিসিয়াল: দাম 2,99,999 12/256 জিবি
অনানুষ্ঠানিক:দাম 1,39,999 12/256 জিবি
দাম 1,49,999 12/512 জিবি
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 এই মোবাইলের সাথে পাচ্ছেন 12 জিবি র্যাম এবং 256 / 512 GB / 1 TB (UFS 4.0) জিবি রম। আপনাদের বাজেট যদি 2,00,000 বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনার বাজেট অনুযায়ী যদি স্যামসাং গ্যালাক্সি Z Fold5 এই মোবাইলের দাম হয়ে থাকে তাহলে মোবাইল ফোনটি নিতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটির ভালো দিক
ভালো দিক
1.স্টাইলিশ এবং মার্জিত ফোল্ডেবল ফোন ডিজাইন
2.উচ্চ মানের প্রধান ডিসপ্লে, সেকেন্ডারি ডিসপ্লে
3. স্টাইলাস সমর্থন
4. ওয়াটারপ্রুফ বডি, গরিলা গ্লাস ভিকটাস 2 সহ শক্তিশালী বিল্ড
5. 5G সমর্থন, ফ্ল্যাগশিপ কর্মক্ষমতা
6.সূক্ষ্ম ব্যাটারি ক্ষমতা এবং শালীন দ্রুত চার্জিং বিকল্প
7. চমৎকার অডিও মানের
8. চমৎকার সামনে এবং পিছনে ক্যামেরা
9. Samsung DeX, Bixby
10. আরও বড় আপডেট সহ Android 13
স্যামসাং গ্যালাক্সি Z Fold5 মোবাইলটির মন্দ দিক
✘ কোন এফএম রেডিও নেই
✘ কোন 3.5 মিমি জ্যাক
✘ কোন মাইক্রোএসডি স্লট নেই
উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি স্যামসাং গ্যালাক্সি Z Fold5 এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি স্যামসাং গ্যালাক্সি Z Fold5 এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে ।
তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে।