Samsung Galaxy A34 5G দাম ২০২৩। Samsung Galaxy A34 5G Price 2023.
Samsung Galaxy A34 5G এর দাম ২০২৩-মোবাইল ফোনের দাম বাজারে প্রায় প্রতিদিনই কমে বাড়ে । তাই সঠিক দাম জানার জন্য আমরা বর্তমানে দোকানদারের কাছে জিজ্ঞাসা না করে প্রথমে গুগলে সার্চ করে থাকে অথবা ইউটিউবে গিয়ে মোবাইল ফোনের দাম সম্পর্কে জানতে চাই । বিষয়টা অবশ্যই ভালো যে আপনি একটি ফোন কিনবেন তার সম্পর্কে আইডিয়া নিয়ে গেলে আপনার ফোনটি কিনতে সুবিধা হবে ।
এখন আমিআপনাদের সাথে যে মোবাইল ফোন নিয়ে কথা বলবো তা হলো Samsungব্র্যান্ডের একটি মোবাইল ফোন।Samsung ফোন বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তায় রয়েছে। যে মোবাইল ফোনটি নিয়ে আজকের দাম ও ফোনটির সম্পর্কে স্পেসিফিকেশন দিব তার নাম হলো Samsung Galaxy A34 5G আপনাদের জানার সুবিধার্থে Samsung Galaxy A34 5Gমোবাইলটির অফিসিয়াল দাম নিচে তুলে ধরা হল ।
Samsung Galaxy A34 5Gসম্পূর্ণ স্পেসিফিকেশন
সাধারণঃ
নাম-Samsung Galaxy A34 5G
মডেল--Galaxy A34
ব্র্যান্ড- Galaxy
ধরন- স্মার্ট ফোন
লঞ্চ:
প্রথম প্রকাশ- 24 মার্চ, 2023রং- চুন, গ্রাফাইট, ভায়োলেট, সিলভার
বডি ডিজাইন -
শৈলী- ন্যূনতম খাঁজ
উপাদান- গরিলা গ্লাস 5 ফ্রন্ট, প্লাস্টিক বডি
জল প্রতিরোধী- IP67 ধুলো/জল প্রতিরোধী (30 মিনিটের জন্য 1m পর্যন্ত)
মাত্রা- 161.3 x 78.1 x 8.2 মিলিমিটার
ওজন - 199 গ্রাম
নেটওয়ার্ক:
নেটওয়ার্ক- 2G, 3G, 4G, 5G
সিম- হাইব্রিড ডুয়াল ন্যানো সিম
WLAN- ডুয়াল-ব্যান্ড, Wi-Fi সরাসরি, Wi-Fi হটস্পট
ব্লুটুথ- v5.3, A2DP, LE
জিপিএস- এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস
ডিসপ্লেঃ
এখন আপনাদের সাথে এই মোবাইলটি ডিসপ্লে নিয়ে কিছু তথ্য দিচ্ছি ।Samsung Galaxy A34 এই মোবাইলটিতে ।
ডিসপ্লে আকার- 6.6 ইঞ্চি
রেজোলিউশন- ফুল HD+ 1080 x 2340 পিক্সেল (390 ppi)
প্রযুক্তি- সুপার অ্যামোলেড টাচস্ক্রিন
সুরক্ষা- কর্নিং গরিলা গ্লাস 5
বৈশিষ্ট্য- 120Hz রিফ্রেশ রেট, 1000 nits সর্বোচ্চ উজ্জ্বলতা
Widevine L1- ঠিক আছে
ক্যামেরা:
এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে একটু ধারণা নিই ।Samsung Galaxy A34 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে।
রেজোলিউশন- ট্রিপল 48+8+5 মেগাপিক্সেল
বৈশিষ্ট্য- PDAF, LED ফ্ল্যাশ, f/1.8, 1/2.0″, 0.8µm, OIS, আল্ট্রাওয়াইড, ম্যাক্রো এবং আরও অনেক কিছু
ভিডিও রেকর্ডিং- আল্ট্রা এইচডি 4K (2160p), EIS (1080p@30fps)
আর সেলফি তোলার জন্য আপনি এই ক্যামেরায় পাবেন।
সামনের ক্যামেরাঃ
রেজোলিউশন- 13 মেগাপিক্সেল
বৈশিষ্ট্য- F/2.2, 1/3.1″, 1.12µm, HDR এবং আরও অনেক কিছু
ভিডিও রেকর্ডিং- আল্ট্রা এইচডি 4K (2160p@30fps), EIS (1080p@30fps)
কর্মক্ষমতা:
এবার চলুন এই মোবাইল ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা নেয়া যাক ।Samsung Galaxy A34 মোবাইলটিতে,
অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড 13 (এক UI 5.1)
চিপসেট- মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 (6 এনএম)
RAM- 6/8 GB
প্রসেসর- অক্টা কোর, 2.6 GHz পর্যন্ত
GPU- Mali-G68 MC4
স্টোরেজ:
Samsung Galaxy A34 মোবাইলটিতে র্যাম6/8 জিবি ।
রম- 128/256 জিবি
মাইক্রোএসডি স্লট- SIM2 স্লট ব্যবহার করে
সাউন্ড-
3.5 মিমি জ্যাক-না,বৈশিষ্ট্য- লাউডস্পিকার (স্টিরিও স্পিকার)
ব্যাটারি:
Samsung Galaxy A34 মোবাইলটিতে ব্যাটারি ধরন এবং ক্ষমতা- লিথিয়াম-পলিমার 5000 mAh (অ অপসারণযোগ্য)দ্রুত চার্জিং- 25W দ্রুত চার্জিং
নিরাপত্তা ঃ
ফিঙ্গারপ্রিন্ট- ইন-ডিসপ্লে (অপটিক্যাল)
ফেস আনলক- ঠিক আছে
অন্যান্য -
বিজ্ঞপ্তির আলো-
সেন্সর- ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, ই-কম্পাস-
স্যামসাং দ্বারা নির্মিত
বাংলাদেশে তৈরি
Samsung Galaxy A34 5G দাম ২০২৩। Samsung Galaxy A34 5G Price 2023
Samsung Galaxy A34 মোবাইল ফোনের দাম।
অফিসিয়াল মূল্যঅফিসিয়াল মূল্য 53,999 8/128 GB
অনানুষ্ঠানিক মূল্য 29,999 8/128 জিবি
32,999 8/256 জিবি
দোকানে মূল্য ভিন্ন হতে পারে
Samsung Galaxy A34 মোবাইলটির ভালো দিক.
ভালো দিক✔ 6.6″ ফুল HD+ 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে ✔ গরিলা গ্লাস 5, ওয়াটারপ্রুফ বডি ✔ চমৎকার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা কোয়ালিটি✔ 5000 mAh ব্যাটারি✔ ভালো পারফরম্যান্স✔ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর✔ 5G সমর্থিতSamsung Galaxy A34 মোবাইলটির মন্দ দিক
✘ প্লাস্টিক বডি।
✘ কোন ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট নেই।
✘ নেই 3.5 মিমি জ্যাক
উপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি Samsung Galaxy A34 এর তথ্য এবং সঠিক দাম সম্পর্কে। আপনারা যদি Samsung Galaxy A34 এই মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। আমাদের এই ওয়েবসাইটে আপনি যে মোবাইল ফোনের দাম দেখতে পাচ্ছেন তা সব সময় সঠিক নাও থাকতে পারে ।
তাই আপনি মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপডেট দাম দেখে নেওয়ার জন্য । দেখা যায় এমন হলো ওয়েবসাইটে এক রকম দাম দোকানদার বলতেছে ভিন্ন দাম তখন আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন । তাই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি মোবাইল ফোনের দাম দেখেন তাহলে আপনার মোবাইল ফোনটি কিনতে সুবিধা হবে।
ধন্যবাদ।